গোসাইলডাঙ্গায় স্ক্যাপের দোকানে আগুন

0

চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং এলাকার গোসাইলডাঙ্গা কালি মন্দিরের পাশের একটি স্ক্যাপের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকেঅেগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. শামিম মিয়া তথ্য নিশ্চিত করে বলেন, বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশেনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি বলেন, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে একটি স্ক্র্যাপের দোকান ও একটি ফার্নিচারের দোকানের মালামাল পুড়ে অন্তত ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM