ইটের বিকল্প পরিবেশবান্ধব কংক্রিট ব্লক উৎপাদনে ডায়মন্ড সিমেন্ট

ডায়মন্ড সিমেন্ট লিমিটেড ডিসিএল ব্লক অত্যাধুনিক অটো মেশিনে তৈরি করছে ইটের বিকল্প পরিবেশবান্ধব কংক্রিট ব্লক। পোড়া মাটির ইটভাটার কারণে কৃষিজমি ও পরিবেশের নানামুখি ক্ষতির কথা বিবেচনা করে ডিসিএল ব্লক উৎপাদনের উদ্যোগ নেয় শীর্ষস্থানীয় সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্ট লিমিটেড।

- Advertisement -

চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার ইছানগর ডায়মন্ড সিমেন্টের কারখানা চত্বরে বৃহস্পতিবার বিকালে ফিতা কেটে কারখানার উদ্বোধন করেন ডিসিএল ব্লকের পরিচালক আবদুল্লাহ ইফতেখার চিশতী ও ফরচুন নেভিগেশনের পরিচালক আবদুল্লাহ আল মামুন।

- Advertisement -google news follower

ইটের বিকল্প পরিবেশবান্ধব কংক্রিট ব্লক উৎপাদনে ডায়মন্ড সিমেন্ট

ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আজিম আলী, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক পারভেজ, পরিচালক লায়ন মো. হাকিম আলী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

- Advertisement -islamibank

এ সময় ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক (অপারেশন) আবেদুল বারী, জিএম (একাউন্টস) এবিএম কামাল উদ্দীন, জিএম (প্ল্যান্ট) গোলাম মোস্তফা, ডিজিএম (একাউন্টস) আব্দুল হান্নান, ডিজিএম (সিভিল) সুমেদ বড়ুয়া, ডিজিএম (প্রোডাক্টশন) সাজ্জাদুল আনিস চৌধুরী, ডিজিএম (মেইনটেন্যান্স) আবদুল মান্নান, ডিজিএম (ইলেকটিক্যাল) ইউসুফ চৌধুরী, সিনিয়র ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন ম্যানেজার মো: আমান উল্লাহ চৌধুরী, এজিএম (এডমিনিস্ট্রেশন এন্ড সিকিউরিটি) আলমগীর হোসাইন, এজিএম (ভ্যাট) হাফেজ আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ডিসিএল ব্লকের ইনচার্জ সুপ্রকাশ দাস, রুপালী ট্রেডিংয়ের পরিচালক আব্দুল্লাহ আল মুরাদ ও আব্দুল্লাহ আল নওশাদসহ ডায়মন্ড সিমেন্ট লিমিটেড ও ডিসিএল ব্লকের উর্ধ্বতন কর্মকর্তারা।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM