কর্ণফুলী নদীর ২৪০০ দখলদারের তালিকা প্রকাশের দাবি

সাম্প্রতিক কর্ণফুলী নদী রক্ষা কমিশনের জরিপে  ২৪০০ দখলদারের নাম উঠে এসেছে। এ দখলদারের নাম প্রকাশ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। 

- Advertisement -

শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার আয়োজিত ‘দূষণ দখলে কর্ণফুলী ও আমাদের করণীয়- ২০২৩’ শীর্ষক গোল টেবিল আলোচনায় আলোকচকরা এ দাবি জানান। 

- Advertisement -google news follower

কর্ণফুলী সুরক্ষা পরিষদের সভাপতি কামাল পারভেজের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার এর চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া।

দখল দূষনের বাস্তবতা তুলে ধরে একটি গবেষণা উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ড. মো আবুল হাসান।

- Advertisement -islamibank

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, কাউন্সিলর কাজী মো নুরুল আমিন মামুন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ সাইয়িদ ফুয়াদুল খলিল আল ফাহিম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো আশিকুল ইসলাম, নদী গবেষক ইদ্রিস আলী, পরিবেশ সংগঠক হাসান মারুফ রুমী,সাংবাদিক নুর মোহাম্মদ রানা  প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দখলে দূষণের কারণে চট্টগ্রাম তথা দেশের অর্থনীতির প্রাণ চট্টগ্রামের কর্ণফুলী নদী মরতে বসেছে। এ নদীকে রক্ষা করতে না পারলে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম হুমকির সম্মুখীন হবে।

সম্প্রতি নদী রক্ষা কমিশনেরা জরিপকৃত ২৪০০ জন দখলদারের নাম প্রকাশ করে উচ্ছেদ অভিযান চালানোর দাবি জানানো হয়।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM