বোয়ালখালীতে দশ ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা

0

মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকায় বোয়ালখালী উপজেলার ১০ ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (১৫ জানুয়ারি) উপজেলায় এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

তিনি বলেন, দশটি ফার্মেসিকে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ অনুযায়ী ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ অনুমোদনহীন ওষুধ জব্দের পর ধ্বংস করা হয়েছে।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন, রাজু আকন্দ ও বোয়ালখালী থানা পুলিশ সদস্যরা।

জেএন/পূজন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM