ডেঙ্গুতে ২৪ ঘন্টায় একজনের মৃত্যু, আক্রান্ত ২২

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু‌তে মারা গে‌ছেন এক জন। বর্তমান বছরের ১৫ দি‌নে ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গে‌ছেন ৩ জন।

- Advertisement -

তাছাড়া ডেঙ্গু‌-আক্রান্ত হয়ে নতুন ক‌রে আরও ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় পাঁচ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৭ জন ভর্তি হয়েছেন। 

- Advertisement -google news follower

রবিবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১২০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন র‌য়েছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৮ জন এবং অন্যান্য বিভাগে ৭২ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

- Advertisement -islamibank

বর্তমান বছ‌রের ১৫ দি‌নে ডেঙ্গু-আক্রান্ত হয়ে সারাদেশে ৩৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৮৭ জন এবং ঢাকার বাইরে ২১২ জন চিকিৎসা নেন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৭৬ জন। এর মধ্যে ঢাকায় ১৩৯ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM