সীতাকুণ্ডে কনটেইনার চাপায় পিকআপ চালক নিহত

0

সীতাকুণ্ডের কুমিরায় কনটেইনার চাপায় এক পিকআপ চালক নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ রয়েল (৪০)। তার বাড়ি নোয়াখালী জেলায়।

শুক্রবার (২ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলার ছোট কুমিরা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে নামে।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আবদুল্লাহ হারুন পাশা জানান, সকালে কুমিরা এলাকায় খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মধুবনের একটি মিনি কাভার্ডভ্যান রাস্তায় দাঁড়িয়ে থাকাবস্থায় ঢাকামুখী একটি লরী থেকে একটি কন্টেইনার চেইন ছিঁড়ে পিকআপ ভ্যানের উপর পড়লে ঘটনাস্থলেই ড্রাইভার মোহাম্মদ রয়েল নিহত হন।

জয়নিউজ/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM