স্বর্ণের ভরি ৯৩ হাজার ৪২৯ টাকা

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।

- Advertisement -

নতুন দাম অনুযায়ী দেশে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম ৯৩ হাজার ৪২৯ টাকা। এর আগে দেশে ভালোমানের স্বর্ণের দাম ভরিতে ৯০ হাজার ৭৪৬ টাকা ছিল।

- Advertisement -google news follower

আগামীকাল রোববার থেকে সারা দেশে এই দাম কার্যকর হবে। আজ শনিবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর আগে গত ৭ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ে। এতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি স্বর্ণের দাম ৯০ হাজার টাকা ছাড়ায়।

- Advertisement -islamibank

ওই সময় বাজুস জানায়, সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ৯০ হাজার ৭৪৬ টাকা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM