চলচ্চিত্র কেন্দ্র চট্টগ্রামের সভাপতি সাংবাদিক ও কবি নাজিমুদ্দীন শ্যামল

0

বিশিষ্ট সাংবাদিক ও কবি নাজিমুদ্দীন শ্যামল চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের (সিএফসি)’র সভাপতি নির্বাচিত হয়েছেন। ১০ জানুয়ারি চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের (সিএফসি)’র কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিয়ার সভাপতিত্বে  অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় নাজিমুদ্দীন শ্যামলকে সভাপতি নির্বাচিত করা হয়। সভায় বক্তব্য রাখেন সিএফসি সাধারণ সম্পাদক লোকপ্রিয় বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল।

নাজিমুদ্দীন শ্যামল ১৯৮৭ সাল থেকে ফিল্ম সোসাইটি আন্দোলনের সাথে জড়িত। তিনি সিএফসি-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী  চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এবং চট্টগ্রাম চলচ্চিত্র  সংসদেরও সাবেক সাধারণ সম্পাদক। তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতিও।

ছাত্রজীবনে সাংবাদিক ও কবি নাজিমুদ্দীন শ্যামল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতিও ছিলেন।

তিনি চলচ্চিত্রের তিনটি বই সহ ২৫ টি বইয়ের লেখক। এছাড়াও তিনি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি এবং ব্যুরো চিফ হিসেবে কর্মরত আছেন।
জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM