দেশে একদিনে করোনা শনাক্ত বেড়ে ২১

0

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আগের দিন ১৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হলেও গেল ২৪ ঘণ্টায় ২১ জন আক্রান্ত হয়।

এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৩০৭ জন। তবে, এ গেল ২৪ ঘন্টায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪০ অপরিবর্তিত।

মঙ্গলবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অদিফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৩২ করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৮৪৬ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৫৬ শতাংশ। এখন পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৪০ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৬২ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM