করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় ৯০১ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৯০১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কেবল জাপানেই মারা গেছেন ৪৬৩ জন। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৮৪১ জন। এরমধ্যে জাপানে শনাক্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৬৫৪ জন। এছাড়া বিশ্বে একদিনে সুস্থ হয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৮৬ জন।

- Advertisement -

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ১২ হাজার ৮৪০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ৯৫০ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৩ কোটি ৯৬ লাখ ৬৩ হাজার ৯৬ জন।

- Advertisement -google news follower

রোববার (৮ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৩০ জন।

- Advertisement -islamibank

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৭৭ জন, দক্ষিণ কোরিয়ায় ৬০ জন, রাশিয়ায় ৪৯ জন, তাইওয়ানে ৬১ জন, চিলিতে ৩০ জন এবং হংকংয়ে ৭২ জনের মৃত্যু হয়েছে।

এসময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ১০ জন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM