কক্সবাজারে জিপ উল্টে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি মেরিন ড্রাইভ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি (জিপ) উল্টে গেছে। এতে এক পর্যটকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ পর্যটক।

- Advertisement -

শুক্রবার (৬জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার হিমছড়ি পুলিশ ফাঁড়ি-সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানা গেলেও সব হতাহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের নাম মমতাজ বেগম (৬১)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

- Advertisement -islamibank

তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ইনানী বিচ থেকে কক্সবাজার শহরের দিকে ফেরার পথে জিপ গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান।

এসময় ওই জিপটির পেছনে আরেকটি জিপ ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারানো জিপটি উল্টে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন মমতাজ বেগম।

তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর চেষ্টা চলছে বলে জানা গেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM