কক্সবাজারে লক্ষাধিক ইয়াবা নিয়ে ২ কারবারি ধরা

0

কক্সবাজারের টেকনাফে বিপুল ইয়াবা নিয়ে র‌্যাবের হাতে এক নারীসহ দুই মাদক কারবারি আটক হয়েছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে টেকনাফের ফুলের ডেইলস্থ মো. শফিকের বসতঘরের সামনে অভিযান চালিয়ে ১ লাখ ৫শ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার ওসিউর রহমান (৪৮) ও একই এলাকার মো. শফিকের স্ত্রী আয়েশা খাতুন (৩২)।

র‌্যাব জানায়, মাদক কেনাবেচার সংবাদ পেয়ে ফুলের ডেইলস্থ মো. শফিকের বসতঘরের সামনে অভিযান চালানো হয়। অভিযানে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের তথ্যমতে ১ লাখ ৫শটি ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আটক ব্যক্তিদের টেকনাফ থানায় সোপর্দ করা হবে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM