খুলশীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

0

চট্টগ্রাম নগরীর খুলশীতে ইন্টারনেটের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিমুল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঝাউতলা রেল লাইনের পাশে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিমুল আকবরশাহ থানার কৈবল্যধাম আশ্রম এলাকার বাসিন্দা। তিনি এম্পাওয়ারিং নেট নামে ওয়াইফাই সংযোগকারী প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান জয় নিউজকে বলেন, ইন্টারনেটের সংযোগ দিতে গিয়ে শিমুল বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাঁকে অচেতন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM