কাপ্তাই কেরেটকাটা পাড়ায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ 

0

বাংলাদেশ সেনাবাহিনীর  রাঙ্গামাটি সদর উপজেলার  জীবতলী ১০ আর ই ব্যাটালিয়ন এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে কেরেককাটা পাড়ার কেরেটকাটা অমর স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় পাহাড়ী সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

এইসময় ঐ এলাকার  অসহায় দুঃস্থদের মাঝে বড়দের ১০০ টি এবং  শিশুদের ১২০ টি পোষাক (শীতবস্ত্র) বিতরণ করা হয়।

ব্যাটালিয়নের  ক্যাপ্টেন বখতিয়ার আহমেদ ও ওয়ারেন্ট অফিসার আল-আমিন অসহায়দের মাঝে  শীতবস্ত্র তুলে দেন।

এ সময় এলাকার জনপ্রতিনিধি, কারবারি ও কেরেটকাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

বিতরণকালে ক্যাপ্টেন বখতিয়ার আহমেদ বলেন, সেনাবাহিনী সব সময় অসহায়দের পাশে ছিল এবং থাকবে।

জেএন/এফও/এমআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×