জন্মবার্ষিকীতে ফিরোজা বেগমকে স্মরণ

জাতীয় কবি নজরুল ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের ঐক্যের কথা বলে গেছেন। আজীবন সাম্যবাদের কথা বলে গেছেন তিনি। আর নজরুল সংগীতের কথা বললে যে শিল্পীর নামটি সবার আগে মনে আসে তিনি ফিরোজা বেগম। তিনি বিখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী হিসেবে। তিনি নিজে নজরুলের কাছে গান শিখেছেন, তাকে গান শুনিয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২আগস্ট) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে নজরুল একাডেমি চট্টগ্রাম আয়োজিত ফিরোজা বেগমের ৯২তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

- Advertisement -google news follower

সংগঠনের নব-নির্বাচিত সভাপতি সাংবাদিক-গীতিকবি একেএম জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল সংগীতশিল্পী ফাহমিদা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি অধ্যাপক মাধব দীপ, গবেষক-সাংবাদিক নাসির উদ্দীন হায়দার, অধ্যাপক সায়রা বানু রৌশনী, এম এম তিতাস।

পরে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী বশিরুল ইসলাম, সোহরাব খান, এস বি সুমি, ইকবাল পিন্টু, ফাহমিদা রহমান, প্রিয়াংঙ্কা ভট্টাচার্য, মানস দাশ, আলী হোসেন শাওন, শুভ দাশ, জনি বড়ুয়া। কবিতা আবৃত্তি করেন অধ্যাপক সায়রা বানু রৌশনী।

- Advertisement -islamibank

জয়নিউজবিডি/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM