বাস্কেট সুপারশপকে ১ লাখ টাকা জরিমানা

0

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নের্তৃত্বে শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে অবৈধ ও অননুমোদিত প্রসাধনী বিক্রির বিষয়টি মোবাইল কোর্টে সনাক্ত হলে দ্যা বাস্কেট সুপারশপ নামে একটি প্রসাধনী বিক্রেতা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করে ম্যাজিস্ট্রেট।

একই সঙ্গে নাম ঠিকানা ছাড়া এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ শ্যাম্পু, টুথপেস্ট ও সাবান জব্দ করা হয়। অভিযানে অংশ নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন বিএসটিআইয়ের কর্মকর্তারা।

এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি বলেন, সকল প্রকার অবৈধ, ভেজাল প্রশাধনী, শিশুখাদ্য ও শুল্ক ফাকি দেওয়া পণ্যের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

জেএন/পিআর/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM