বাকলিয়ায় বিএনপি নেতার হামলায় মসজিদের মোতয়াল্লি আহত

চট্টগ্রামে মসজিদ কমিটির বিরোধকে কেন্দ্র করে বিএনপির নেতার হামলায় আবদুস ছাত্তার (৭০) নামে মোতয়াল্লি গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে বাকলিয়া থানার হাজী চাঁন্দগাজী মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বিএনপি নেতা মো. মহসিন আটক করেছে বাকলিয়া থানা পুলিশ।

- Advertisement -

মহসিন বাকলিয়া ১৮ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি। গুরুতর আহত আবদুল ছাত্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -google news follower

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১২টার দিকে হাজী চাঁন্দগাজী মসজিদে প্রাঙ্গনে কবরস্থানের পরিষ্কার করছিলেন স্থানীয় ব্যক্তিরা। তাদের দেখভাল করছিলেন মসজিদের মোতয়াল্লি আবদুস ছাত্তার ও মোহাম্মদ হোসেন। এসময় বিএনপি নেতা মো. মহসিন ঘটনাস্থলে গিয়ে মসজিদ কমিটির নিয়ে কথা বলতে বলতে দেশীয় অস্ত্র নিয়ে মোতয়াল্লির ওপর হামলা করে। এতে মোতয়াল্লি আবদুস ছাত্তারের মাথা ফেঁটে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মোতয়াল্লির ওপর হামলার ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা শুরু হয়। বাকলিয়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একইসঙ্গে বিএনপি নেতা মহসিনকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় বিএনপি নেতা মহসিনের হামলায় মসজিদের মোতয়াল্লি আবদুস ছাত্তার গুরুতর আহত হয়েছেন। তুচ্ছ ঘটনায় এ হামলা করা হয়েছে।

- Advertisement -islamibank

বাকলিয়া থানার সেকেন্ড অফিসার নূর ইসলাম জানান, মসজিদের কমিটি নিয়ে একটি সমস্যা ছিল। শনিবার এক মোতয়াল্লির ওপর হামলা করলে লোকজন উত্তেজিত হয়ে পড়েন। এসময় একজনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM