থার্টি ফাস্ট নাইটে পতেঙ্গা ও পারকি সমুদ্র সৈকতে যেতে মানা সিএমপির

0

থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে জনগণকে দুটি সমুদ্র সৈকতে যেতে নিষেধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)। একটি পতেঙ্গা সমুদ্র সৈকত ও অপরটি আনোয়ারা উপজেলার পারকী সৈকত। জনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সিএমপির সিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পংকজ দত্ত।

তিনি জানান, থার্টি ফার্স্ট নাইট ঘিরে সিএমপি ১৬টি নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার সিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত পারকি ও পতেঙ্গা সমুদ্রসৈকতে জনসাধারণ অবস্থান করতে পারবেনা। নগরের বিভিন্ন রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ ও প্রকাশ্য স্থানে জমায়েত কিংবা কোনও ধরনের উৎসব আয়োজন করা যাবে না। নাচ-গান এবং ভবনের ছাদে আতশবাজি ও পটকা ফাটানো, রাস্তায় উচ্চস্বরে গাড়িতে হর্ন বাজানো এবং বেপরোয়া গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো যাবেনা।

লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন না করা, ফাস্ট ফুডের দোকান ও মার্কেট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

জেএন/এফও/এমআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×