একনজরে ফুটবলের কালোমানিক পেলে

জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন ফুটবল কিংবদন্তি পেলে। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন ব্রাজিলিয়ান ফুটবল সম্রাট। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

- Advertisement -

একনজরে পেলে
• নাম : এডসোন আরেন্তো ডো নাসিমন্তো

- Advertisement -google news follower

• ডাক নাম : পেলে

• জন্ম : ২১ অক্টোবর ১৯৪০

- Advertisement -islamibank

• মৃত্য : ২৯ ডিসেম্বর ২০২২

• জন্মস্থান : ত্রেস কোরাকোয়েস, ব্রাজিল

• মৃত্যুস্থান : মরম্বি, সাও পাওলো, ব্রাজিল।

• উচ্চতা : ১.৭৩ মি (৫ ফুট ৮ ইঞ্চি)

• পজিশন : ফরোর্য়াড, অ্যাটাকিং মিডফিল্ডার

• ক্লাব ক্যারিয়ার

১৯৫৬ – ১৯৭৪ সান্তোস

১৯৭৫ – ১৯৭৭ নিউ ইর্য়ক কসমস

• ক্লাব শিরোপা

ইন্টারকন্টিনেল্টান কাপ জয়ী : ১৯৬২, ১৯৬৩

কোপা কাপ জয়ী : ১৯৬২, ১৯৬৩

• সাও পাওলো প্রদেশ চ্যাম্পিয়ন :

১৯৫৬, ১৯৬৮, ১৯৬০, ১৯৬১, ১৯৬২, ১৯৬৪, ১৯৬৫, ১৯৬৭, ১৯৬৮, ১৯৬৯, ১৯৭৩

• সাও পাওলো প্রদেশ সব্বোর্চ গোলদাতা : ১১ বার

১৯৫৭ (১৭ গোল), ১৯৫৮ (৫৮ গোল), ১৯৫৭ (১৭ গোল), ১৯৫৯ (৪৫ গোল), ১৯৬০ (৩৩ গোল), ১৯৬১ (৪৭ গোল), ১৯৬২ (৩৭ গোল), ১৯৬৩ (২২গোল), ১৯৬৪ (৩৪ গোল), ১৯৬৫ (৪৯ গোল), ১৯৬৯ (২৬ গোল), ১৯৭৩ (১১ গোল),

• ব্রাজিল কাপ বিজয়ী : ১৯৬১, ১৯৬২, ১৯৬৩, ১৯৬৪, ১৯৬৬, ১৯৬৮

• উত্তর আমেরিকা সকার লিগ : ১৯৭৭

• আন্তর্জাতিক ক্যারিয়ার :

• ব্রাজিল দলের হয়ে ম্যাচ ৯২, গোল ৭৭

• জাতীয় দলে অভিষেক

৭ জুলাই ১৯৫৭, ব্রাজিল ১, আর্জেন্টিনা ২

• জাতীয় দলে শেষ ম্যাচ

১৮ জুলাই ১৯৭১, ব্রাজিল ২, যুগোশ্লাভিয়া ২

• আন্তর্জাতিক শিরোপা

• ফিফা বিশ্বকাপ জয়ী : ১৯৫৮, ১৯৬২, ১৯৭০

• কোপা আমেরিকা ফাইনালিস্ট : ১৯৫৯

• সম্মান

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কর্তৃক শতাব্দীর সেরা ক্রীড়াবিদ (১৯৯৯)

ফিফা প্লেয়ার অব দি সেঞ্চুরি (২০০০)

সম্মানসূচক ব্যালন ডি অ‘র ২০১৪

• অন্যসব সন্মান (নির্বাচিত)

একমাত্র ফুটবলার যিনি তিনটি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিল।

বিশ্বকাপের ফাইনালে সর্বকনিষ্ঠ গোলদাতা

সবচেয়ে কমবয়সী বিশ্বকাপ জয়ী ফুটবলার (১৯৫৮ সালে পেলের বয়স ছিল ১৭ বছর)

ফিফার তথ্য অনুসারে ১,২৬৩ ম্যাচে গোল করেছেন ১,২৮১

ব্রাজিলের হয়ে সর্বার্ধিক ৭৭ গোল করেছেন পেলে

এক ক্যালেন্ডারে ১৯৫৯ সালে সর্ব্বোচ ১২৭ গোল

এক ম্যাচে সর্ব্বোচ ৮ গোল (সন্তোস ১১ : ০ বোটাফোগো, নভেম্বর ১৯৬৪)

• বিবাহিত জীবন

বিয়ে করেছিলেন ২ টি

প্রথম স্ত্রী রোজমেরি দস রেইস চোলবি (১৯৬২-১৯৮২)

দ্বিতীয় স্ত্রী আসিরা লিমোস সেইকস (১৯৯১-বর্তমান)

সন্তান : ৩ কন্যা ৩ পুত্র

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM