বোয়ালখালীতে এসিল্যান্ড পরিচয়ে হয়রানি করছে প্রতারক!

0

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন, প্রতারকরা মোবাইল ফোনে নিজেদেরকে এসিল্যান্ড পরিচয় দিয়ে মানুষকে হয়রানি ও টাকা দাবি করছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ‘Acland Boalkhali’ নামীয় ফেসবুক একাউন্টে তিনি এ সংক্রান্ত বিষয়ে সতর্কীকরণ পোস্টটি দিয়েছেন।

এতে এই ধরনের কোন ঘটনা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক এসিল্যান্ড বোয়ালখালীর সরকারি নাম্বারে জানানোর জন্য অনুরোধ করেন। একই সাথে এসিল্যান্ডের নামে কেউ টাকা দাবি করলে না দেওয়ার অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন বলেন, ‘মোবাইল ফোনে এসিল্যান্ড পরিচয়ে হয়রানি ও টাকা দাবির ৩-৪টি অভিযোগ পেয়েছি। এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আগামী রবিবার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জেএন/পিএস/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM