হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

- Advertisement -

গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দোলাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহতরা হলেন দোলাপাড়া এলাকার আবদুস সামাদের ছেলে মংগলু (৩৬) ও একই এলাকার হাফিজুর রহমানের ছেলে সাদিক (২২)।

বড়খাতা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর দোলাপাড়া ওয়ার্ডের সদস্য হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১২টার পরে গরু পারাপারের জন্য ওই দুইজনসহ আরও কয়েকজন ব্যক্তি সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মংগলু ও সাদিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে সঙ্গীরা এলাকাবাসীর সহায়তায় তাদের লাশ বাড়ি পৌঁছে দেয়।

- Advertisement -islamibank

নিহত সাদিকের চাচাতো ভাই হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাদের দুজনের লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে।’

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেনি। তবে স্থানীয় ক্যাম্পের বিজিবি সদস্যরা জানিয়েছেন, বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM