কর্ণফুলীর মামুন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

0

কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ মামুন হত্যা মামলার দুই আসামি আজগর ও আশেককে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১ নভেম্বর) ভোরে কুমিল্লার মুরাদনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার জাহেদুল ইসলাম জানান, মামুন হত্যা মামলার মূল আসামি মোহাম্মদ ওমরের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে আজগর ও আশেকের নাম উঠে আসে। কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ মামলায় এর আগে গত ১ অক্টোবর ওমরকে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকায় তার খালার বাসা থেকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ছাত্রলীগ নেতা মামুনুর রশিদকে তার বাড়ির পাশে কুপিয়ে হত্যা করা হয়।

 

জয়নিউজ/ফরহান অভি/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM