নেপালের বাগলুংয়ে দুই দফায় ভূমিকম্প অনুভূত

0

নেপালের বাগলুং জেলায় দুই দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে এ ভূমিকম্প আঘাত হানে।

নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার (এনইএমআরসি) জানিয়েছে, বুধবার ভোরে নেপালের বাগলুং জেলায় ৪.৭ এবং ৫.৩ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।

এসময় ভূমিকম্পের উৎপত্তিস্থল বাগলুং জেলার অধিকারী চৌরের আশেপাশে এর মাত্রা ছিল ৪.৭। স্থানীয় সময় রাত ১.২৩ মিনিটে প্রথম দফায় আঘাত হানে ভূমিকম্পটি।

দ্বিতীয় দফায় ভূমিকম্প আঘাত হানে রাত ২টা ৭ মিনিটে। এ সময় রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। তবে আশার কথা, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM