গণভবনে সংলাপে ঐক্যফ্রন্ট নেতারা

0

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সংলাপ শুরু হয়েছে।

এর আগে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে পৌছান জাতীয় ঐক্যফ্রন্টের ২১ সদস্যের প্রতিনিধি দলের নেতারা।রওনা হওয়ার আগে বিকেল সাড়ে ৪টায় কামাল হোসেনের বাড়িতে রুদ্ধদ্বার বৈঠক করেন নেতৃবৃন্দ। এর এক ঘণ্টা পর তারা রওনা হন।

এর আগে গত ২৮ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপের জন্য চিঠি দিলে পরদিন ২৯ অক্টোবর আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিবাচক সাড়া দেওয়া হয়।

৩০ অক্টোবর সকালে সংলাপের দিনক্ষণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি নিয়ে দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ যান ড. কামালের বাসায়।

 

জয়নিউজ/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM