ওয়াগ্গা চা বাগানে উঠান বৈঠক অনুষ্ঠিত 

0

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন এর ওয়াগ্গাছড়া চা বাগান এ ৫০ জন মহিলা চা শ্রমিকদর নিয়ে  মঙ্গলবার  বিকাল ৩ টায় চা বাগান চত্বরে  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার অধীন কাপ্তাই  তথ্য আপা এই  উঠান বৈঠক এর আয়োজন করেন।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই  উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

কাপ্তাই তথ্যসেবা কর্মকর্তা  তাহমিনা সুলতানার  সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  নিপু চন্দ্র দাস, ওয়াগ্গা  চা বাগান এর  পরিচালক খোরশেদুল  আলম কাদেরী ও ফয়সাল কাদেরী।

উঠান বৈঠকে নিরাপদ খাদ্য ব্যবস্থা এবং জম্ম মৃত্যু নিবন্ধন, বাল্য বিবাহ নিয়ে আলোচনা করা  হয়।

জেএন/ঝুলন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM