এমআরটি গঠনের আগ পর্যন্ত ডিএমপি মেট্রোরেলের নিরাপত্তায় থাকবে

মেট্রোরেলের নিরাপত্তায় ম্যাস র‍্যাপিড ট্রানজিট পুলিশ (এমআরটি) গঠনের জন্য ডিএমপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, প্রস্তাবটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রী পরিষদ বিভাগে রয়েছে। এটির অনুমোদন হওয়ার আগপর্যন্ত ডিএমপি মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করবে।’

- Advertisement -

উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় মেট্রোরেলের উত্তর ডিপোর সামনে গৃহীত সার্বিক নিরাপত্তাব্যবস্থা–সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

ডিএমপি কমিশনার বলেন, ‘আগামীকাল আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে। আমরা মেট্রোরেলে চড়ে ঢাকার যানজটকে রেখে এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াতের সৌভাগ্য অর্জন করতে যাচ্ছি। মেট্রোরেল উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসছেন। একই সঙ্গে মেট্রোরেলের উত্তরা উত্তর ডিপোতে একটি জনসভা করবেন তিনি।’

‘মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠান ও এই জনসভাস্থলে অনেক ভিআইপি অতিথি আসবেন। এলাকাটি মূল ঢাকা থেকে বেশ দূরে। যে কারণে আমিও আমার সহকর্মীদের এখানে নিয়ে এসেছি, যাতে আমরা সবাই মিলে নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে পালন করতে পারি।’

- Advertisement -islamibank

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) আমজাদ হোসেন, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা পুলিশ) হারুন-অর রশিদ, অতিরিক্ত কমিশনার (নগর) আসাদুজ্জামান, উপকমিশনার (অপরাধ) বিজয় বিপ্লব তালুকদার, উপকমিশনার হামিদা পারভীন প্রমুখ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM