বরকলে জাতীয় যুব দিবস উদযাপন

0

‘জেগেছে যুবক গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বরকল উপজেলায় বৃহস্পতিবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমার সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন।

এসময় উপজেলা সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা, প্রেসক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা, কৃষি ব্যাংক বরকল শাখা ব্যবস্থাপক প্রীতিশ চাকমা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সোনা কান্তি চাকমা, এলজিইডি হিসাব রক্ষক মৃনাল কান্তি চাকমা, কার্য সহকারী প্রণয় চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনাসভা শেষে চারজন যুবক-যুবতীকে ২ লক্ষ ২৫ হাজার টাকা যুব ঋণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন।

জয়নিউজ/শহীদ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM