চট্টগ্রামের সঙ্গে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ

চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম ও নেত্রকোনার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

- Advertisement -

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ময়মনসিংহের কেওয়াটখালি এলাকায় বগিটি লাইনচ্যুত হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মেহেদি হাসান।

- Advertisement -google news follower

তিনি আরও জানান, বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-মোহনগঞ্জ-জারিয়ার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এরই মধ্যে উদ্ধার কাজ শুরু করার জন্য রিলিফ ট্রেন ডাকা হয়েছে।

মেহেদি হাসান আরো জানান, বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকাগামী হাওড় এক্সপ্রেস গৌরীপুর রেলওয়ে স্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে।

- Advertisement -islamibank

এছাড়া অন্যান্য লোকাল ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM