দুর্নীতির দায়ে সাবেক প্রেসিডেন্টের ১১ বছরের কারাদণ্ড

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দুর্নীতি ও অর্থ পাচার মামলায় এ দণ্ড দেওয়া হয়।

- Advertisement -

পাশাপাশি একই মামলায় ৫০ লাখ মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে তাকে। ইয়ামিনের একটি প্রাইভেট কোম্পানির কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ইয়ামিন।

- Advertisement -google news follower

চার বছর আগে ক্ষমতা হারান আবদুল্লা ইয়ামিন। এরপর ২০১৯ সালে রাষ্ট্রীয় তহবিল থেকে ১০ লাখ ডলার আত্মসাতের জন্য তাকে ৫ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। সাজা ঘোষণার পর ২০২০ সালে তাকে গৃহবন্দী করা হয়।

কয়েক মাস পর তিনি মুক্তি পান। এরপর তিনি আবার রাজনীতিতে সক্রিয় হন। আগামী বছর মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে প্রগ্রেসিভ পার্টি থেকে তিনি প্রার্থী হবেন বলেও ঘোষণা দিয়েছেন।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM