জাপানে ভারি তুষারপাতে নিহত ১৪,আহত ৮০

জাপানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ইয়ামাগাতাসহ দেশটির বিভিন্ন অংশে ভারি তুষারপাত অব্যাহত রয়েছে। গেল কয়েক দিনে অন্তত ১৪ জনের মৃত্যু এবং ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

- Advertisement -

২০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে শনিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

- Advertisement -google news follower

জাপানের আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের উত্তরাঞ্চল এবং জাপান সমুদ্র উপকূলবর্তী এলাকায় আরও ভারি তুষারপাত ও তুষার ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে।

রোববার দুপুর পর্যন্ত যে ১৬৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে, তাদের মধ্যে ৩০ জনের আঘাত গুরুতর।

- Advertisement -islamibank

তুষার ঝড়ের কারণে উত্তরাঞ্চলে ট্রেন ও বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া মধ্য ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে।
খবর জাপান টাইমস

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM