দিনাজপুরের তাপমাত্রা সর্বনিম্ন

0

দিনাজপুরে আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এ জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আজ সকালে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, দিনাজপুরে ঘন কুয়াশায় দিনের বেলায় আলো জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। দুর্ঘটনা এড়াতে যানবাহন চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে। এদিকে, চলতি মাসেই জেলার ওপর দিয়ে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেছেন, দিনাজপুরে ডিসেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা দ্রুত কমবে।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM