চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটির বয়স মাত্র দুই মাস এবং তার বাড়ি বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে।

- Advertisement -

গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায়।

- Advertisement -google news follower

চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে প্রেরিত প্রতিবেদনে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত শিশুটিকে ২১ ডিসেম্বর চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের কিটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৪ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

- Advertisement -islamibank

জানা গেছে, চট্টগ্রাম জেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মোট ৩৮ জন মারা গেছে। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মোট ৫ হাজার ৩শ ৫০ জন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM