মৌমাছির কামড়ে মারা গেছে কৃষক, আহত ৫

0

মৌমাছির কামড়ে হায়দার আলী (৫৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। শুক্রবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত হায়দার আলী সাহারবাটি কড়ুইতলা পাড়ার তাহাজ উদ্দীনের ছেলে। আহতরা হলেন কদম আলী (৫০), আলিমুদ্দীন (৫৫), মাসুম (২২), ফজলুল হক (৪২) ও আয়ের আলী (৬১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, হায়দার আলী তার লাউ গাছের জমিতে সেচ দিতে যাওয়ার পর বেশকিছু মৌমাছি কামড় দিলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত গাংনী হাসপাতালে নেওয়ার পথে সাহারবাটি বাজারে পৌঁছালে তার মৃত্যু হয়।

আহত কদম আলী বলেন, হায়দার আলীসহ গ্রামের বেশ কয়েকজন খালেরপাড় মাঠে কাজ করছিলাম। হঠাৎ বটগাছে থাকা মৌমাছির চাঁকে পাখিতে ঠোকা দিলে মৌমাছি পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে।

এসময় মৌমাছির কামড়ে হায়দার আলীর মৃত্যু ও ৫ জন কৃষক আহত হয়। আহতরা বর্তমানে গাংনী হাসপাতালে ভর্তি রয়েছেন।

গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আবির হোসেন বলেন, মৌমাছির কামড়ে একজনের অবস্থা আশংঙ্কা থাকায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া বাকীরা এখানে চিকিৎসাধীন রয়েছেন।

মৌমাছির কামড়ে একজনের মৃত্যু ও পাঁচজন আহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM