বোয়ালখালীতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

চট্টগ্রামের বোয়ালখালীতে এক মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন।

- Advertisement -

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বাল্যবিয়ের আয়োজন করেছিল কনের পরিবার।

- Advertisement -google news follower

ইউএনও মোহাম্মদ মামুন বলেন, সদ্য দাখিল পাস মাদ্রাসা ছাত্রীর বাড়ি ও কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

এ সময় কনের পরিবারকে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

- Advertisement -islamibank

কমিউনিটি সেন্টারের প্রায় ৭শত বরযাত্রীর আপ্যায়নের কথা থাকলেও বরপক্ষ কমিউনিটি সেন্টারের আসেননি। বরের বাড়ি উত্তর করলডেঙ্গায় বলে জানা গেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM