ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা করল ইসরাইল

0

অধিকৃত পশ্চিমতীরে আহমাদ আতেফ ডারাঘমেহ নামে ২৩ বছর বয়সি এক ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পশ্চিমতীরের নাবলুসে অবস্থিত জোসেফের মাজারে কিছু ইহুদিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল ইসরাইলি বাহিনী। খবর ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার।

ওই সময় ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ফুটবলার আহমেদ দারাঘমেহ গুরুতর আহত হন এবং পরে মারা যান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন।

নিহত ফুটবলার দারাঘমেহ পাশের শহর তুবাসের বাসিন্দা ছিলেন। ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আহমাদ ওয়েস্ট ব্যাংক প্রিমিয়ার লিগের ক্লাব থাকাফি তুলকারেমের হয়ে খেলতেন।

এ মৌসুমে নিজ দলের হয়ে ৬ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM