ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে নিহত

0

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় সখীপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাসুদ রানা (২৮) ও শাকিল (১৭)। মাসুদ রানা উপজেলার বাগবেড়া এলাকার ওহাব আলীর ছেলে এবং ভাগনে শাকিল আহমেদ একই গ্রামের আবদুস সালামের ছেলে।

স্থানীয়রা জানায়, মামা-ভাগনে মোটরসাইকেলে সখীপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, ট্রাকটি স্থানীয় লোকজন জব্দ করেছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM