শেখ হাসিনার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

0

দল এবং রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে এ কথা বলেন তিনি।

আসন্ন জাতীয় সম্মেলনে দলীয় নেতৃত্বে পরিবর্তন আসছে কিনা, এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, দলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। প্রতিটি কর্মী-সমর্থক চায় তিনি যতদিন বেঁচে আছেন, ততদিন দলকে নেতৃত্ব দেবেন। কেবল দলই না, রাষ্ট্র পরিচালনায়ও তার বিকল্প নেই।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা যেভাবে দেশ এগিয়ে নিচ্ছেন, তার প্রাণান্তকর চেষ্টার প্রশংসা করেছে বিশ্ব সম্প্রদায়।

সাধারণ সম্পাদক পদের জন্য নিজের নাম থাকা নিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, সম্মেলন হলে অনেক নাম আসে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। কে কোন পদে থাকবে, তা নির্ধারণ করবেন একমাত্র তিনি।

জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM