চট্টগ্রামের নেভাল একাডেমিতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম এসে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান ২০২২/এ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০২২/বি ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এর আগে সকালে চট্টগ্রামের উদ্দেশে হেলিকপ্টারে করে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -google news follower

নেভাল একাডেমিতে একাডেমির প্রশিক্ষণার্থী ক্যাডেটদের কুচকাওয়াজ প্রত্যক্ষ ও সালাম গ্রহণ এবং নবীন কর্মকর্তাদের কমিশন প্রদান করবেন প্রধানমন্ত্রী। পরে ক্যাডেটদের উদ্দেশে বক্তব্য দেবেন। কুচকাওয়াজ শেষে বিকেলে আবার ঢাকায় ফিরে যাবেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ২০২০/এ ব্যাচের ৩৭ জন মিডশিপম্যান এবং ২০২২/বি ব্যাচের ৬ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ সর্বমোট ৪৩ জন নবীন কর্মকর্তাকে কমিশন দেয়া হবে। এদের মধ্যে নয়জন নারী এবং ২ জন প্যালেস্টাইনের কর্মকর্তা রয়েছেন।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM