বিয়ের প্রলোভনে তরুণীকে রাতভর ধর্ষণ

0

বিয়ের প্রলোভনে এক তরুণীকে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে তাজুল ইসলাম নামে এক প্রবাসীর বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের দুনিগ্রাম এলাকায়।

নির্যাতনের শিকার ওই তরুণীকে গুরুতর আহত অবস্থায় সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন ওই ভুক্তভোগীর পরিবার।

সাটুরিয়া সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকৎসক জানান, ধর্ষণের শিকার তরুণী বেশ অসুস্থ, তার শারীরিক অবস্থা খুব একটা ভালো না।

এ ব্যাপারে এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি জানিয়ে ধামরাই উপজেলার জাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. আলামিন হোসেন বলেন, অভিযোগ পেলে যথযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM