কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতো আলী

0

চট্টগ্রাম নগরের সদরঘাট থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যালেটসহ মোহাম্মদ আলী (২৩) নামে মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার পৌণে ২টার দিকে নালাপাড়া থেকে তাকে ধরা হয়।

পুলিশ বলছে, তিনি পেশাদার ইয়াবা কারবারি। কক্সবাজার থেকে ইয়াবা এনে বেশি দামে চট্টগ্রাম নগরে খুচরা বিক্রি করেন।

গ্রেফতার মোহাম্মদ আলী (২৩) কক্সবাজারের টেকনাফের পুরাতন পাড়ার জামাল হোসেনের পুত্র।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, মোহাম্মদ আলী কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরে বেশি দামে মাদক কারবারিদের কাছে বিক্রি করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে।
জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM