বুধবার চট্টগ্রামের ৬ সড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৯৭৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০৩ কিলোমিটার দীর্ঘ ২ লেনের ৬টি সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -

আগামীকাল বুধবার (২১ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কগুলো উদ্বোধন করবেন।

- Advertisement -google news follower

এরমধ্যে চট্টগ্রামের হাটহাজারী হতে ফটিকছড়ি পর্যন্ত ৩৮৬ কোটি টাকা ব্যয়ে ২ লেনের হাটহাজারী-ফটিকছড়ি সড়ক, ৪শ কোটি টাকা ব্যয়ে ২৭ কিলোমিটার দীর্ঘ ফটিকছড়ি, হেঁয়াকো সড়ক, রাউজানে ৩৩ কোটি টাকা ব্যয়ে ১১কিলোমিটার ২ লেনের শহীদ জাফর সড়ক এবং দক্ষিণ চট্টগ্রামে মোট ১৫৪ কোটি টাকা ব্যয়ে ৫ কিলোমিটার মইজ্যারটেক-বিএফডিসি মৎস্য বন্দর ফেরিঘাট সড়ক।

এছাড়া ১২ কিলোমিটার দীর্ঘ পটিয়া, বোয়ালখালী, কানুনগোপাড়া সড়ক, ১৬ কিলোমিটার দীর্ঘ মইজ্যারটেক-বোয়ালখালী-কানুনগোপাড়া সড়কের নির্মাণ কাজ শেষ হয়েছে।

- Advertisement -islamibank

এই সড়কগুলো নির্মাণের ফলে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি রাউজান, হাটহাজারী উপজেলার যোগাযোগ সুবিধা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি চট্টগ্রাম শহরের সাথে বিকল্প যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠছে।

এছাড়া দক্ষিণ চট্টগ্রামের ৩ সড়কের মাধ্যমে পটিয়া আনোয়ারা, বোয়ালখালী ও কর্ণফুলী উপজেলা এবং শহরের মধ্যেও বিকল্প নেটওয়ার্ক গড়ে উঠেছে।

সড়কগুলো চালু হওয়ায় যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে বললেন সংশ্লিষ্টরা। নবনির্মিত এসব সড়কের ফলে বিভিন্ন উপজেলা ও শহরের সাথে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠেছে, যানজট, দুর্ঘটনা কমে আসবে আশা সড়ক বিভাগের।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM