ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৩

0

ফটিকছড়িতে একটি যাত্রীবাহী অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পারভেজ নামে তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো-খাগড়াছড়ি সড়কের বনানী গর্জন বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ (২৭) দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাঞ্চনা এলাকার আলী আহমেদের ছেলে। এই ঘটনায় আহত ৩ জনের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত করা গিয়েছে। তারা হলেন, স্থানীয় মুহাম্মদ সোহেল (৩০) ও মিলন (২৯)।

দাঁতমারা পুলিশী তদন্ত কেন্দ্রে ইনচার্জ নাজের হোসেন বলেন, দাঁতমারা থেকে সিএনজি অটোরিকশাটি কাজিরহাটে দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী পারভেজ নিহত হন।

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

জেএন/হিমেল/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM