ঘরের মাঠে প্রথম হোয়াইটওয়াশের লজ্জা পাকিস্তানের

টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ল পাকিস্তান। তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে তারা। করাচি টেস্টের চতুর্থ দিনে স্বাগতিকদের ৮ উইকেট হারিয়েছে ইংলিশরা। ফলে তিন ম্যাচের সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড।

- Advertisement -

করাচি টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের জন্য ইংলিশদের রান দরকার ছিল মাত্র ৫৫ রান। ৩৮ মিনিটে কোনো উইকেট না হারিয়ে এই রান তুলে নেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার অধিনায়ক বেন স্টোকস এবং বেন ডাকেট। স্টোকস ৩৫ এবং ডাকেট ৮২ রানে অপরাজিত থাকেন।

- Advertisement -google news follower

এর আগে করাচি টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক বাবর আজমের ৭৮ রানে প্রথম ইনিংসে ৩০৪ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে হ্যারি ব্রুকের শতকে ইংলিশদের প্রথম ইনিংস শেষ হয় ৩৫৪ রানে।

কিন্তু দ্বিতীয় ইনিংসে ২১৬ রানে অলআউট হয় বাবর আজমের দল। ফলে জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন ছিল ১৬৭ রানের। আর জবাবে দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ১৭০ রান করে ইংল্যান্ড। ম্যাচ সেরা এবং সিরিজ সেরার পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM