খুলশীতে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখার সময় একজনের মৃত্যু

0

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার সময় স্বপন দাশ নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।

আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার ফাইনাল খেলায় আর্জেন্টিনার হয়ে মেসির দেয়া প্রথম গোলে উল্লাস করতে গিয়ে হৃদরোগে (হার্টঅ্যাটাক) আক্রান্ত হয়ে মারা যান তিনি।

রবিবার (১৮ নভেম্বর) রাত ৯টা ২৩ মিনিটে এ ঘটনা ঘটে। হৃদরোগে মারা যাওয়া স্বপন দাশ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুদপুরা এলাকার বাসিন্দা। তিনি ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেস লিমিটেডের পরিচ্ছন্নতা কর্মী বলে জানা গেছে।

তথ্যটি নিশ্চিত করেছেন ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার আবদুল মোমেন। তিনি বলেন, স্বপন দাশ রবিবার রাতে খুলশী এলাকার একটি ফ্ল্যাটে আমাদের প্রতিষ্ঠানের দুজন বিদেশি অতিথির আথিতেয়তার দায়িত্ব পালন করছিলেন।

রাত ৯টার সময় বিশ্বকাপ ফাইনাল খেলা দেখার সময় স্বপনও সেখানে ছিলেন। খেলার প্রথমার্ধে আর্জেন্টাইন দলনায়ক মেসি পেনাল্টি পেয়ে গোল করার পর উল্লাস করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মেঝেতে ঢলে পড়েন।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১১টায় চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM