সিএমপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলছে। আজ দুপুরে নবনির্মিত কেন্দ্রীয় অস্ত্রগার, কালুরঘাট পুলিশ ফাঁড়ি ও মনছুরাবাদ পুলিশ লাইন্সে পুলিশের ব্যারাক উদ্বোধন করেন আইজিপি। বিকালে দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

- Advertisement -

মাত্র ৬টি থানা নিয়ে ১৯৭৮ সালের ৩০ নভেম্বর যাত্রা শুরু হয় সিএমপির।

- Advertisement -google news follower

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পংকজ দত্ত জানান, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, ১৯৭৮ সালের ৩০ নভেম্বর ৩ হাজার ২৩৮ জন পুলিশ সদস্য ও ৬টি থানা নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের অধীনে এটি গঠন করা হয়। বর্তমানে সিএমপিতে ১৬টি থানা ও প্রায় ৭ হাজার সদস্য রয়েছে।

- Advertisement -islamibank

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM