হাটহাজারীতে বিস্ফোরণে নারী-শিশুসহ আহত ৫

0

হাটহাজারীতে একটি তিনতলা ভবনে বিস্ফোরণে নারী-শিশুসহ ৫ জন আহত হয়েছেন। বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার আমান বাজারের পশ্চিমে খোশাল সাহা বাড়ি সংলগ্ন ভবনটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন মীম (১), তামিম (৩), রাজিয়া সুলতানা (১১), রুবি আক্তার (১৫) ও সোনিয়া আক্তার (২৫)।

স্থানীয় বাসিন্দা আবদুল কাদের জানান, সকালে ভবনটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে নতুন বাসায় উঠে মো. আনোয়ারের (৩৫) পরিবার। সন্ধ্যায় বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়রা ‍ছুটে আসেন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম জয়নিউজকে বলেন, চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনাসহ উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি।

জয়নিউজ/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM