দ্বীনি শিক্ষা মানুষকে উগ্রবাদ নয় মানবতাবাদে উজ্জীবিত করে : আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সকল ধর্মের মর্মবাণী মানুষের প্রতি মানুষের ভালবাসা। মিথ্যা না বলা, মানুষের সেবায় আত্মনিয়োগ, যার হক তাকে বুঝিয়ে দেয়া, পরম করুণাময় আল্লাহর নৈকট্য লাভে ইবাদত বন্দেগী আর ঈমান। দ্বীনি শিক্ষা আমাদেরকে প্রকৃত ধর্ম পালনের মধ্য দিয়ে সঠিক সুন্দর জীবনাচরণের শিক্ষা দেয়। সম্মান-স্নেহ, মায়া-মমতায় মানুষে মানুষে ভ্রাতৃত্ব বোধের শিক্ষা দেয়। দ্বীনি শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কখনো ইসলামকে হাতিয়ার স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। সহজ সরল মানুষের মনে ধর্মীয় বিভ্রান্তি সৃষ্টি করে দিয়ে উগ্রবাদে উজ্জীবিত করে না। দ্বীনি শিক্ষা মানুষকে উগ্রবাদ নয় মানবতাবাদে উজ্জীবিত করে।

- Advertisement -

আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে নগরীর সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি মৌলভী আবুল খায়ের জামে মসজিদ সংলগ্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুন নাছের তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

- Advertisement -google news follower

উদ্বোধনী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র প্রধান উপদেষ্টা হাফেজ তৈয়ব। প্রধান আলোচক ছিলেন ওমরগণি এমইএস কলেজের সাবেক অধ্যাপক সাহিত্যিক ড. আ ফ ম খালিদ হোসাইন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র সহসাধারণ সম্পাদক হাফেজ এনাম, সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী (সিইনসি), কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, কাউন্সিলর মোহাম্মদ আবদুস সালাম, প্রেস্টিজ কর্পোরেশন লিমিটেড চেয়ারম্যান রফিকুল ইসলাম মোমিন, মাদারবাড়ি আয়রন স্টীল এসোসিয়েন সাধারণ সম্পাদক মো আখতার হোসেন, আবুল কালাম প্রমুখ।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM