বিশ্বকাপ ফাইনালের বাঁশি বাজাবেন পোলিশ রেফারি সিমন

0

আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার রোববারের ফাইনালে ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের রেফারি সিমন মার্চিনিয়াক। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিফা।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলেরই ম্যাচ পরিচালনা করেছেন ৪১ বছর বয়সী মার্চিনিয়াক। শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ও গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে রেফারি ছিলেন এই পোলিশ। ফাইনালে মার্চিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশি পাভেল সোকোলনিৎসকি ও তমাস লিস্তকিয়েভিচ।

পোল্যান্ডের প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পেলেন এক সময়ে শৌখিন ফুটবল খেলা ও ২০১১ সালে ফিফা রেফারির তালিকায় নাম লেখানো মার্চিনিয়াক।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM