অগ্নি-৫ এর মহড়ায় সফল ভারত

নিজেদের তৈরি দূরপাল্লার পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার উপকূলবর্তী আবদুল কালাম দ্বীপে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

- Advertisement -

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলের ভারত-চীন সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিষয়টি স্বীকার করে নেওয়ার দুই দিনের মাথায় অগ্নি-৫ এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করলো দেশটির প্রতিরক্ষা বাহিনী।

- Advertisement -google news follower

অবশ্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এনডিটিভিকে বলেন, অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের সময়সূচি অনেক আগেই নির্ধারণ করা ছিল। এর সঙ্গে অরুণাচলের সাম্প্রতিক সংঘর্ষের কোনো সম্পর্ক নেই।

জানা গেছে, ২০১২ সাল থেকে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শুরু করে ভারত। অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি ভারতের প্রতিরক্ষা বাহিনীর তৈরি নবম ক্ষেপণাস্ত্র।

- Advertisement -islamibank

ক্ষেপণাস্ত্রটি ৫ হাজার ৪০০ কিলোমিটার (৩ হাজার ৩০০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সে হিসাবে এটি চীনের মূল ভূখণ্ডেও আঘাত হানার ক্ষমতা রাখে।

৯ ডিসেম্বর ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছে ভারত ও চীনের সীমান্তরক্ষী ও সেনাসদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। তাতে উভয় পক্ষের কয়েকজন সেনা সদস্যের মৃত্যুও ঘটেছে। তবে দুই দেশের সংবাদমাধ্যমে এ খবর এসেছে ১২ ডিসেম্বর।

বুধবার (১৪ ডিসেম্বর) চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ভারত-চীন সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল আছে।

ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের সঙ্গেও সীমান্ত আছে চীনের। গত মাসে এ রাজ্যে ভারত ও মার্কিন বাহিনীর যৌথ সামরিক মহড়া অরুণাচলে সাম্প্রতিক সংঘাতের মূল কারণ হতে পারে।

অরুণাচল নিয়ে ভারত-চীনের মধ্যে বেশ কয়েক দশক ধরেই দ্বন্দ্ব চলে আসছে। এ দ্বন্দ্বের প্রধান কারণ হলো, অরুণাচলকে চীন বরাবরই নিজেদের স্বায়ত্বশাসিত প্রদেশ তিব্বতের অংশ মনে করে। ১৯৬২ সালে এ ইস্যুতে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধও হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM