এখনও সাম্প্রদায়িক শক্তি বিজয়কে নস্যাৎ করতে তৎপর: কাদের 

0

বিজয় এখনো সুসংহত হয়নি, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের একান্ন বছর পরও এদেশকে এখনও সুষম করতে পারিনি। বিজয়কে উপভোগ করা যায়নি। এখনও সাম্প্রদায়িক শক্তি বিজয়কে নস্যাৎ করতে তৎপর। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিজয়কে নস্যাৎ করতে তারা তৎপরতা চালাচ্ছে। এই অশুভ শক্তি এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তিকে আমরা আবারও প্রতিহত করবো।

তাদের সম্পূর্ণভাবে পরাজিত করবো। সেটাই হোক আজকের অঙ্গীকার।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM